‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ শ্লোগান নিয়ে বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৭। এ উপলেক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে সচেতন নাগরিক কমিটি (সনাক), ট্রন্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এমআরডিআই ও জাগ্রত নাগরিক কমিটির সহযোগিতায় অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আবুল কালাম তালুকদার, সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি প্রফেসর এম. মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন ও শভংকর চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, অবাধ তথ্যের কারণে আজ বিশ্ববাসী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সমস্যার কথা জানতে পেরেছে। অবাদ তথ্য প্রবাহ থাকলে সে দেশে কোনো সমস্যা কোনো দুর্নীতি থাকতে পারে না। তিনি সরকারি-বেসরকারি সকল দফতরে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর ২০১৭/এনায়েত করিম