ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও তথ্য কমিশনের আয়োজনে আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব আনিসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, ইএসডিও এর প্রতিনিধি শামিম হোসেন, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, মনসুর আলী, জসিম উদ্দিন, সাংবাদিক নুর আফতাবুল রুপম প্রমুখ।
আলোচনা সভায় তথ্য গ্রহন ও প্রদানের নিয়ম, তথ্য অধিকার সম্পর্কে আলোচনা করা হয়। র্যালি ও আলোচনা সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিক ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর