তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, সিংড়ার উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে, সরকারের উন্নয়ন জনগণের কাছে পৌঁছাতে হবে। জননেত্রী শেখ হাসিনা সরকার যে উন্নয়ন করছে, তা বিগত সরকারের সময় হয়নি।
তিনি আরো বলেন, বন্যায় সিংড়ার রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার দ্রুত সংস্কার করার জন্য সচেষ্ট।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে সিংড়া উপজেলা পরিষদের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস, ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল মৃধা প্রমূখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন