বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ভালুকা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভা চত্তরে নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্ধোধন করেন ভালুকা পৌরসভার মেয়র ডাঃ এ.কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ভালুকা শাখার সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের যুগ্ম সম্পাদক হুমাউন কবির তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহা গোলাম মোস্তফা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সভাপতি কামরুল হক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মোশারফ হোসেন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মনিরা সুলতানা মনি, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, সায়েরা সাফায়েত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াসেক আল আমিন শিপন, ভালুকা মডেল থানা অফিসার ইন-চার্জ মামুন অর রশিদ পি.পি.এম, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি পারেগ আহম্মেদ, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগের সাধারন সম্পাদক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন শিবলী প্রমুখ।
আলোচনা শেষে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ভালুকা শাখার নব-নির্বাচিত কমিটির সভাপতি রিগান খান, সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন সহ কমিটির অন্যান্য নেতাদের ফুল দিয়ে অভিষিক্ত করা হয়।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর