চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি কোট মোড় থেকে প্রেসক্লাব হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাকসহ সরকারী ও বেসরকারী বিভিন্ন দফতেরর কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর