ময়মনসিংহের মুক্তাগাছার আঞ্চলিক রোভার স্কাউটরে প্রশিক্ষণে আসা আশিকুর রহমান নামের (১৯) এক ছাত্রের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে এ ঘটনা ঘটে। আশিক রাজধানীর পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের ২য় বর্ষের ছাত্র।
মুক্তাগাছা থানার ওসি আক্তার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আশিকের লাশ বিকেল ৫টার দিকে তার বাবা আব্দুস সালাম নিয়ে যান।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল তিনটায় চারদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হওয়ার কথা ছিল। এর আগে দুপুরে তার তিন বন্ধুর সাথে দুপুর দেড়টায় স্কাউট ভবন পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন