মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া এবং ৭১ জন হতদরিদ্রকে বিনামূল্যে রিকশা প্রদান করা হয় । মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী ফয়সল বিপ্লবের নিজ তহবিল থেকে ২১টি রিকশা এবং পৌর সভার পক্ষে ৫০টি রিকশাসহ মোট ৭১টি রিকশা বিনামূল্যে দরিদ্র মানুষের মাঝে বিতরন করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যলয়ের মাঠ পাঙ্গনে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সল বিপ্লবের উদ্যোগে ৭১ জনকে রিকশা দেওয়া হয়।
মুন্সীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম),স্থানীয় সরকার মন্ত্রনালয়ের (উপ-সচিব) আবু সালেহ্ মো: মহিউদ্দিন খাঁ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর,কোষাধ্যাক্ষ এও্যাডভোকেট সেতু ইসলাম, প্যানেল মেয়র সুলতান বেপারী, প্যানেল মেয়র ২ আনোয়ার হোসেন, মহিলা কাউন্সিলর নাগিস আক্তার, হোসনে আরাসহ পৌর কাউন্সিল বৃন্দ।
বিনামূল্যে এসব রিকশা পেয়ে পৌর এলাকার ৭১ জন হতদরিদ্র রিকশা চালকরা আনন্দে আত্ত্যহারা। দরিদ্র এ জনগোষ্ঠি দোয়া করেছেন শেখ হাসিনার জন্য সেই সাথে দোয়া করেছেন পৌর মেয়র বিপ্লবের জন্যও। রিকশা প্রদান শেষে ৭১টি রিকশা নিয়ে র্যালি করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পৌরসভার কার্যলয়ে গিয়ে শেষ হয়।
এদিকে পৌর মেয়র বিপ্লব বলেন, দেশ পরিচালনার সফল নেত্রী জনগনের আশার আলো জাতীর জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার ৭১তম জন্মদিনে তিনি ব্যাক্তিগত উদ্দোগে এবং ফৌরসভার যৌথ উদ্দোগে ৭১টি রিকশা এলাকার দরিদ্র মানুষের মাঝে বিতরন করতে পেরে আনন্দ বোধ করছেন। এ সময় তিনি আশাবাদ ব্যাক্ত করেন আগামি বছর মহান আল্লাহ বাচলে জননেত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিনে অন্য আরো ৭২জন দরিদ্রকে আবারও ৭২টি রিকশা বিনা মূল্যে বিতরন করে তাদের ভাগ্য বদলাতে সহায়তা করবেন।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর