বরিশালে জাতীয়তাবাদী মহিলা দলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর রোডের বিএনপি কার্যালয়ে এই হাতাহতির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এক বছর আগে গঠিত জেলা মহিলা দলের কমিটিতে পদ পাওয়া-না পাওয়া নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মতবিরোধ চলছে। আগামী ৩ অক্টোবর মহিলা দলের কেন্দ্রিয় সভানেত্রী আফরোজা আব্বাসের সাংগঠনিক সফরে বরিশালে আসার কথা রয়েছে। এ উপলক্ষ্যে স্থানীয় মহিলা দলের বিবাদমান গ্রুপগুলো আলাদা আলাদা প্রস্ততি সভা করছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় কোতয়ালী থানা মহিলা দলের প্রস্ততি সভা চলছিল। বেলা সাড়ে ১২টার দিকে ওই সভায় উপস্থিত হন জেলা মহিলা দলের আহবায়ক আফরোজা আলম, প্রথম যুগ্ন আহবায়ক ফাতেমা রহমান সহ তার সহযোগীরা। এ সময় সংগঠনের ১০ নম্বর যুগ্ন আহবায়ক জান্নতুল ফেরদৌসীর নেতৃত্বে তার সহযোগীরা আহবায়ক আফরোজা আলম তার অনুসারীদের সভাকক্ষে ঢুকতে বাঁধা দেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতি হয়।
জান্নাতুল ফেরদৌসী বলেন, অযোগ্যদের নিয়ে এক বছর আগে জেলা মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে তারা সবসময় বর্জন করে আসছেন। গতকাল কোতয়ালী থানা কমিটির প্রস্ততি সভায় আহবায়ক আফরোজা আলম ও যুগ্ন আহবায়ক ফাতেমা রহমান উপস্থিত হলে তাদের প্রতিরোধ করা হয়।
আহবায়ক আফরোজা আলম বলেন, জান্নাতুল ফেরদৌসী মানসিক রোগী। সে কোতয়ালী থানা কমিটির সভাপতি হতে চায়। সংগঠনের অন্য কর্মীরা তা মানতে চাননা। আফরোজা আব্বাসের আগমন উপলক্ষ্যে গতকাল কোতয়ালী থানা কমিটির প্রস্ততি সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলে জান্নাতুল ফেরদৌস সভায় বিশৃঙ্খলা করে।
বরিশাল জেলা (দক্ষিন) বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁন বলেন, বরিশালে মহিলা দলের মধ্যে পূর্ব বিরোধ রয়েছে। গতকাল দুই পক্ষের মধ্যে কিছুটা হট্টগোল হয়েছে বলে তিনি শুনেছেন। তবে বিস্তারিত জানেন না।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর