মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপ পরিবারবর্গ নিয়ে পরিদর্শন করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার সকাল ১১টার থেকে সন্ধা পর্যন্ত সারাদিনব্যাপী উপজেলার বালিগাও,মনিপাড়া, দাসপাড়া, বেতকা, আউটশাহী এলাকার পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেন।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে টংগিবাড়ির বিভিন্ন মণ্ডপ গুলো সজ্জিত করা হয়েছে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর দূর্গাপূজা উপলক্ষে টংগীবাড়ি উপজেলার বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা ও দরিদ্রদের মাঝে শাড়ি-কাপড় প্রদান করেন।
সহধর্মিণীসহ পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে নিয়ে অ্যাটর্নি জেনারেল পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আবু ইউসুফ ফকির, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা আক্তার, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর