নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির ভাইস চ্যান্সেলর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবু ইউসুফ মো: আবদুল্লাহ বলেন, ‘সাতক্ষীরার জন্য অনেক কিছু করার রয়েছে। এই সাতক্ষীরা আমার জন্মস্থান। এখানেই আমার বেড়ে ওঠা। তাই প্রাণের সাথে মিলে রয়েছে এই মাটি’।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ড. ইউসুফ আবদুল্লাহ।
তিনি বলেন, আমি একজন শিক্ষকের সন্তান। জীবনের এই সময় পর্যন্ত কাটিয়েছি শিক্ষার মধ্যে। কখনও শিখিয়েছি , নিজে শিখেছি আর এখনও বারবার শিখছি। এর মাঝেই জীবনের বাকি সময় কাটাতে চাই। তবে নিজে সৎ পথে থেকে জনগনের সাথে সম্পৃক্ত হয়ে কিছু করা যায় কিনা সেটাই এখন ভাবছি। এ কারণেই শারদীয় শুভেচ্ছা জানাতে নিজ বাসভূমিতে এসে সংবাদকর্মীদের সাথে কিছু সময়ের জন্য মিলিত হবার সুযোগ গ্রহন করেছি।
তিনি আরও বলেন, উই প্রডিউস অ্যান্ড এক্সপোর্ট ক্রিকেটার্স। সাহিত্য সংস্কৃতি, ক্রীড়া, নাট্য কলা, কবিতা সব কিছুর সাথে সাতক্ষীরার গভীর নিবিড় সম্পর্ক রয়েছে। এসব ক্ষেত্রে সাতক্ষীরার অবদান অনন্য’ বলে উল্লেখ করেন তিনি ।
তিনি বলেন, অনিন্দ্যসুন্দর সুন্দরবন আমাদের সম্পদের ভান্ডার। এই ভান্ডারের যথোপযুক্ত ব্যবহার আমাদের উন্নয়ন ও সমৃদ্ধি এনে দিতে পারে। তিনি বলেন চিংড়ির মতো এতো সম্পদের বড় অংশীদার সাতক্ষীরা। এই চিংড়িই জাতীয় অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ন অবদান।
তিনি আরও বলেন এখন রাজনীতিতে ঠান্ডা মস্তিস্কের ব্যবহার তেমন নেই। তবু রাজনীতির প্রতি যথাযথ মর্যাদা রেখে বলতে চাই নিজে কোনো দলের সাথে সরাসরি সম্পৃক্ত হবার চেষ্টা করিনি। আমি ও আমার পরিবার মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাইরে নই।
বিডি প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর