নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেলে করে মাদক বিক্রির সময় ২ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে ওই ২ যুবক ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াদুদ আলী তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।
আটককৃতরা হচ্ছেন- নীলফামারী জেলা সদরের দারোয়ানী কবিরাজপাড়ার ধনেশ চন্দ্র রায়ের ছেলে রিপন চন্দ্র রায় (২০) ও দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার এলাহিগঞ্জের রুহুল আমিনের ছেলে সুজন ইসলাম (২১)।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ