গাজীপুরের শ্রীপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আরেকটি ট্রাকের চালক সুজন (২৫) নিহত হয়েছে। নিহত সুজন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার নলদা গ্রামের হাসেম আলীর ছেলে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে (পল্লী বিদ্যুৎ) এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বলেন, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাকের পেছনে মাছভর্তি আরেকটি ট্রাক ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সুজন মিয়ার মৃত্যু হয়। এসময় অজ্ঞাত ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়। আবেদনের প্রেক্ষিত্রে নিহতের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাছ বহনকারী ট্রাক থানায় আটক রয়েছে।
বিডি প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা