ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় কাভার্ডভ্যান উল্টে হেলপার ও এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মহাসড়কের জাগুরঝুলি এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একজন পথচারীকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ব্রাহ্মনবাড়িয়া জেলার আমির হোসেন মারা যায়। গুরুতর আহত হেলপার বিল্লাল হোসেনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়। নিহত বিল্লাল হোসেনের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়। পুলিশ লাশ ও গাড়িটি উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/২৯ সেপ্টেম্বর, ২০১৭/ওয়াসিফ/হিমেল