বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ মিছিল পন্ড করে দিয়েছে পুলিশ। এসময় সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বুধবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ মিছিলে লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় ফটো সাংবাদিক কদ্দুছ আলমসহ কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে।
বিডি-প্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ