বেগম খালেদা জিয়া’র বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পুলিশি বাধাঁর মুখে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকা থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশ তাদের দলীয় কার্যালয়ের ভেতরে যেতে বাধ্য করে।
এসময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক ও পৌর সভার মেয়র মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুলা আবু নূর, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েসসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ১১ অক্টোবর, ২০১৭/ ই জাহান