বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি ও বিকেলে উত্তর জেলা বিএনপি এসব কর্মসূচি পালন করে।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ জেলা বিএনপি’র উদ্যোগে নগরীর নতুন বাজার বিএনপি কার্যালয় থেকে বের করা হয় প্রতিবাদ মিছিল। মিছিলটি নতুন বাজার মোড়ে গেলে পুলিশি বাধায় পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে ফিরে যায়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম প্রমুখ।
এদিকে, উত্তর জেলা বিএনপি’র উদ্যোগে তারাকান্দায় দলীয় কার্যালয়ের সামনে উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রথমে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়। পরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম