ফরিদপুরের নগরকান্দায় দরিদ্র মৎস্যজীবীদের ভেসাল অপসারণ ও বেড় জাল পুড়িয়ে দেবার প্রতিবাদে আজ মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মৎস্যজীবীরা। স্থানীয় উপজেলা চত্বর মিলনায়তনে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবি সমিতির সাধারন সম্পাদক নিমাই সরকার, সুদেপ মালো, বিশ্বজিৎ মালো, দশরত মালো, নিত্য মালো প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় মৎস্য অফিসার শিলা রায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বেশকিছু ভেসাল অপসারণ করেন। এই ভেসাল দিয়ে দীর্ঘদিন ধরে দরিদ্র মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহ করে আসছিল। ভেসাল অপসারণ করার কারণে দরিদ্র মৎস্যজীবিরা এখন মানবেতর ভাবে জীবন যাপন করছে। এছাড়া মৎস্য অফিসার প্রায় ১০ লাখ টাকার বেড় জাল পুড়িয়ে দেয়। ফলে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। অবিলম্বে মৎস্যজীবিদের ক্ষতিপূরণসহ মৎস্য অফিসারের অপসারণ দাবি করা হয়। গত মঙ্গলবার নগরকান্দার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কুমার নদ থেকে বেশকিছু ভেসাল অপসারণ করা হয়। এছাড়া ১০ লাখ টাকার বেড় জাল পুড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় মৎস্যজীবিদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার