বগুড়ার ধুনট বাজারে উপজেলা ছাত্রলীগ নেতা চপল মাহমুদ শুক্কুরকে (২২) কুপিয়ে হত্যা চেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- বগুড়ার ধুনট সদরপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান (২১) ও একই এলাকার আব্দুল বারিক স্বর্ণকারের ছেলে ছাত্রলীগ কর্মী হাসান মাহমুুদ রাব্বী (২২)।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গত ১ অক্টোবর বিকালে ধুনট থানা এলাকার পূর্ব ভরনশাহী গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে চপল মাহমুদ শুক্কুরকে ধুনট বাজারের জিয়া পয়েন্ট এলাকায় সেলিম রেজা রিমান ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ ঘটনায় ৪ অক্টোবর চপল মাহমুদের বাবা আব্দুল আজিজ শেখ বাদী হয়ে সেলিম রেজা রিমানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলার দুই আসামিকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/১১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম