লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন স্কুল-মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। গত ৪ দিন ধরে জে.ডি.সি. ও জে.এস.সি. পরীক্ষার্থীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ মঞ্জুর হোসেন সুমনসহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
চর আবাবিল রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়, চর আবাবিল এস.সি উচ্চ বিদ্যালয়, মিতালী বাজার মডেল একাডেমী, এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়, এম.এম.এ কাদের একাডেমী, পূর্ব কেরোয়া দাখিল মাদ্রাসা, মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, এল এম পাইলট উচ্চ বিদ্যালয়, শায়েস্তানগর দাখিল মাদ্রাসা, কে.এস পাবলিক উচ্চ বিদ্যালয়ে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পাপেল মাহমুদ বলেন, আমরা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ১৮টি স্কুল ও মাদ্রাসার জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার রুটিন, ব্যাগ, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছি। আগামীতে এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝেও এভাবে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৭/হিমেল