বাগেরহাটের মোরেলগঞ্জে দিনব্যাপী পানি ও স্যানিটেশন মেলার আয়োজন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে এ মেলায় উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা সাবুল, মহিলা ভাইস চেয়ারম্যারম্যান আজমীন নাহার এ সময় উপস্থিত ছিলেন।
বেসরকারি উন্নয়ন সংস্থা ডর্প এর পানিই জীবন প্রকল্প এ মেলার আয়োজন করে। মেলায় পানি ও স্যানিটেশন বিষয়ে কর্মরত এনজিও পিআর বাংলাদেশ, বিডিপিসি, সবিনয় স্যানিটারি, ডর্প ও মোরেলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পৃথক পৃথক স্টল নিয়ে অংশগ্রহণ করেছে। এ মেলা আজ বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ডর্প উপজেলা সমন্বয়কারি মো. আবু সায়েম হাসেন।
বিডি প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৭/হিমেল