বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য মোক্তার ব্যাপারী হত্যাকারীদের কঠোর বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সোমবার সকাল ১১টায় নগরীর উপকন্ঠ তালতলী বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশা-বয়সের মানুষ অংশগ্রহন করেন।
তালতলী বাজার কমিটির সভাপতি মো. গোলাম কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য জাহিদুল আলম তুহিন, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ছালাম আকনসহ অন্যান্যরা। মানববন্ধনে বক্তারা মোক্তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাতে চরবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোক্তার ব্যাপারীকে নিজ ঘরে কুপিয়ে-পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে স্ত্রী-সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী মনিরা বেগম (৩৫), তার মেয়ে বরিশাল সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী তানজিলা আক্তার (১৮) এবং ছেলে স্থানীয় বোর্ড স্কুলের ৮ম শ্রেণির ছাত্র আফিজুল ইসলামকে (১৪) পুলিশ গ্রেফতার করে। ওই ৩ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বোন মুকুল বেগম।
বিডি-প্রতিদিন/ ৩০ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ