শেরপুর শহরের মিষ্টি দোকান অধ্যুষিত গোয়ালপট্রি এলাকায় আজ দুপুরে মোবাইল কোর্ট হানা দেয়। ওজনে কম দেওয়া ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫৩ ধারায় চার দোকানীকে ৯০ হাজার টাকা জরিমান করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্বদেন নিবার্হী ম্যাজিষ্টেট মিজবাউল আলম ভূইয়া ও ভোক্তা অধিকার আইনের ওসি মো. কাইয়ুম।
জানা যায়, বল্লব মিষ্টান্ন ভান্ডার ও শ্রীকৃঞ্চ মিষ্টান্ন ভান্ডারকে ৩০ হাজার করে ৬০ হাজার অপর দুই দোকান প্রেমানন্দ ও দূর্গা চরণ মিষ্টান্ন ভান্ডারকে যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের খবরে অন্যান্য দোকানদাররা দ্রুত সাবধান হয়ে গেলে কোর্ট পরিচালনা স্থগিত করা হয়। তবে ওসি মো. কাইয়ুম জানিয়েছেন, যেকোন দিন আবারও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার