দুর্নীতি দমন কমিশনের মামলায় ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের সাবেক সংসদ সদস্য আবদুল ওহাবকে ৮ বছরের কারাদণ্ডের প্রতিবাদে আগামীকাল আধাবেলা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি।
রায় ঘোষণার পর যশোর প্রেসক্লাবে আয়োজিত তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ হরতালের ঘোষণা দেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু।
এর আগে, সোমবার সকালে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আবদুল ওহাবকে ৮ বছর কারাদণ্ড এবং তার জ্ঞাত আয় বহির্ভূত ৯৩ লাখ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন যশোর স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/মাহবুব