দেশের বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নবম পাতায় আজ সোমবার ''৬ মাস জলবদ্ধতায় শিক্ষার্থীদের দুর্ভোগ'' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। খবরে উল্লেখ হয় নাটোরের সিংড়া উপজেলার কলম গোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে। এভাবে বছরের প্রায় ৬ মাস জলবদ্ধতা থাকে। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা স্কুলে খেলাধুলা করতে পারে না।
এ সংক্রান্ত সংবাদ দেখার পর পরই স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তড়িৎ সেচ মেশিন বসিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এছাড়া জলবদ্ধতা দূর করার স্থায়ী সমাধান হিসেবে দ্রুত মাঠ ভরাট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রকল্প কর্মকর্তাকে নির্দেশ দেন।
সংবাদ প্রকাশের পর
জানা যায়, ১৯২৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। ২০১৩-১৪ অর্থ বছরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঐকান্তিক প্রচেষ্টায় নতুন ভবন নির্মিত হয়। কিন্তু বিদ্যালয়ের সামনে পানি জমে থাকার ফলে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছিল।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/মাহবুব