নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলীকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে এবং হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে সোমবার গুরুদাসপুরের পৌর শহরের বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল বারি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ সভাপতি এস এম রাশেদ, পৌর যুবলীগের আহবায়ক তাহের সোনার প্রমুখ।
বক্তারা গুরুদাসপুরের পৌরসভার পর পর দুইবার নির্বাচিত মেয়র শাহনেওয়াজ আলীকে প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, শাহনেওয়াজের জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল দীর্ঘদিন ধরে মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তাই অবিলম্বে এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৯টার সময় অজ্ঞাতনামা ০১৮৮৪৫৬২৮৯৭ নম্বর মোবাইল থেকে পৌর মেয়র শাহনেওয়াজ আলীর ব্যবহৃত ০১৭২১৪২৫০৫০ নম্বর মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয় এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে দুষ্কৃতরা। এঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ আলী বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নম্বর ১২২৭। ইতিপূর্বেও তাকে ০১৭৭৮-৫৮৬০১১ নম্বর মোবাইল ফোন থেকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এঘটনায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, এবিষয়ে একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। নম্বরটি অনুসন্ধানে দেওয়া হয়েছে, তথ্য পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর, ২০১৭/মাহবুব