বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাকিম তালুকদার (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় উপজেলার জিয়ানগর বাজার এলাকা থেকে স্কুল ছাত্রী রজিফা আক্তার সাথী আত্মহননের প্ররোচণার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
আব্দুল হাকিম জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ শাহপাড়ার মৃত রজিব উদ্দিন তালুকদারের ছেলে। গ্রেফতারের পর আব্দুল হাকিম অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ৮ অক্টোবর দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর উচ্চবিদ্যালয়ের মেধাবী ছাত্রী রজিফা আক্তার সাথী (১৫) বখাটে কর্তৃক উত্যক্তের শিকার হয়ে আত্মহনন করেন। এই ঘটনায় সাথীর বাবা রবিউল ইসলাম রব্বানী ওই দিন সন্ধ্যায় বাদি হয়ে থানায় একটি মামলা করেন। রাতেই পুলিশ মামলার আসামিকে ধরতে গেলে জিয়ানগর বজরাপুকুর বাজারে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই ও পুলিশের ওয়াকিটকি খোয়া যায়। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ২৬জনকে আটক করে। এ ঘটনায় থানা পুলিশের এসআই আব্দুর রহিম বাদি হয়ে ২৬জনসহ অজ্ঞাতনামা দেড়শ' জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করেন। ঘটনার ১৭দিনের মাথায় ২৫ অক্টোবর খোয়া যাওয়া ওয়াকিটকি জিয়ানগর-মাধাইমুড়ি রাস্তার পাশের জমিতে বাঁশের খুঁটির সঙ্গে ঝুলে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
বগুড়ার দুপচাঁচিয়া থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত চেয়ারম্যান আব্দুল হাকিমের বিরুদ্ধে স্কুল ছাত্রী আত্মহত্যা প্ররোচণা মামলা, সরকারি কাজে বাধাসহ পুলিশের ওপর হামলা ও জিয়ানগর ইউনিয়নের হেরুঞ্জ খোড়াপাড়ার আফতাব হোসেনকে মারপিট করে ঘরে আটকে রাখার মামলা রয়েছে। গ্রেফতারের পরপরই তিনি অসুস্থবোধ করলে তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সুস্থ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন