খুলনা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক কাঠালিয়ার আমুয়া আসার পথে সোমবার সকালে প্রযুক্তি নামক স্থানে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।
ট্রাকে থাকা আমুয়া বন্দরের ব্যাবসায়ীদের চিনি, চাউল, ডাল, আলু, পিয়াজ, রোশন, লবন, মসল্লা ও বিভিন্ন পশু পাখির খাবারসহ বিভিন্ন মালামাল ছিল। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপারদেরকে খুঁজে পাওয়া যায়নি। রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাকটি উদ্ধার করা হয়নি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন