সোমবার আওয়ামী লীগের পৃথক দু'গ্রুপের বিক্ষোভ মিছিল, সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে দুপুর পর্যন্ত শহর জুড়ে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশি হস্তক্ষেপে কোন অঘটন ঘটেনি। সকাল থেকেই বিবাদমান দুই এলাকার প্রবেশ পথ পুলিশ বাঁশ বেঁধে আটকে দেয়। যেকোন সময় দুটি মিছিল শহরে প্রবেশ করে মুখোমুখি হয়ে সংঘাতে জড়াতে পারে এমন আশংকায় শহরে ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়। পুলিশি বেষ্টনীর মধ্যে একপক্ষ শহরের তিনানী বাজারে অপর পক্ষ থানা মোড়ে জনসভা করেছে। এসময় শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
দুপুর ২টার দিকে দুপক্ষ যার যার এলাকায় চলে গেলে শহরের অবস্থা স্বাভাবিক হয়। শহরের একমাথায় হুইপ আতিউর রহমান আতিক সমর্থিত গ্রুপ ও শহরের অপর মাথায় জেলা চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান এবং উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসনে ছানুর গ্রুপ অবস্থান নেয়। জেলা পরিষদ নির্বাচনের পর থেকেই এ দুটি গ্রুপ একে অপরের বিরুদ্ধে মিছিল মিটিং ও নানা আপত্তিকর বক্তব্য দিয়ে আসছে। সর্বশেষ গত সপ্তাহে জেলা পরিষদ সদস্য জাকারিয়া বিষুকে মারধরের অভিযোগে জেলা পরিষদ চেয়ারম্যানকে প্রধান অভিযুক্ত করে শেরপুর সদর থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা দেয়। বিশুর অভিযোগ পুলিশ মামলা নেয়নি। এ নিয়ে গত কয়েকদিন ধরেই দুপক্ষ সংবাদ সস্মেলন মিটিং মিছিল করে আসছিল। সর্বশেষ আজ দু'পক্ষ একই সময়ে শহরে শো ডাউনের প্রস্তুতি নেয়। পুলিশি বাধায় দু'পক্ষ মুখোমুখি না হতে পারলেও শহরের দুই প্রান্তে দুই পক্ষ ব্যাপক সমাগম ঘটিয়ে উত্তপ্ত বাক্যে সমাবেশ করেছে।
সদর আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আতিকের সমর্থিত গ্রুপ পূর্বাঞ্চল খ্যাত নবীনগর মহল্লা থেকে আজ বেলা ১২ টায় বিক্ষোভ মিছিল বের হয়ে থানা মোড়ে সমাবেশ করেন। সমাবেশে জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির রুমানের বিচারের দাবীতে বক্তব্য রাখা হয়। এতে বক্তব্য রখেন জেলা আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সম্পাদক বিএমএ সভাপতি ডা. এমএ বারেক তোতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হাসান উৎপল, জেলা পরিষদের সদস্য জাকারিয়া বিশু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. নজরুল ইসলাম প্রমূখ।
অপর দিকে হুইপ আতিক কর্তৃক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান রুমান ও সদর উপজেলার চেয়ারম্যান ছানু’র বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে শহরের পশ্চিমাঞ্চল খ্যাত মিরগঞ্জ মহল্লা থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে শহরের কলেজ মোড়ে সমাবেশ করেন। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সাব্বির আহম্মেদ খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসান।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন