পটুয়াখালীর কলাপাড়ায় তৃণমূল পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধে মানববন্ধন আনুষ্ঠিত হয়েছে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থ্যার উদ্যোগে আজ বিকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে শেখ নজরুল ইসলাম সেতু সংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে আর্ধশতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরী আংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন, কর্মসূচি সংগঠক মো. মাসুদুর রহমান, কর্মসূচি সংগঠক লিগ্যাল এইট মো. আবদুর রশিদ, পল্লী সামাজের সভাপ্রধান মোসা. জাকিয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক আপরাধ। আমরা বাল্য বিয়েকে না বলি। আপনিও বাল্যবিয়ে থেকে দূরে থাকুন। সরকার মেয়েদের লেখাপার খরচ দেয়। তাই বাল্যবিয়ে প্রয়োজন নেই। আসুন আমারা সবাই মিলে বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।
বিডি প্রতিদিন/এ মজুমদার