অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে সৃজনশীল পদ্ধতি বাতিল, প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধ করতে হবে। বিএনপি-জামায়াত জোট সরকার শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করেছিল। আওয়ামী লীগ সরকার গঠনের পর মানসম্পন্ন ও কর্মমুখী শিক্ষার প্রতি জোর দিয়েছে। শিক্ষা ক্ষেত্র থেকে দুর্নীতি দূর করে মানসম্পন্ন শিক্ষায় নতুন প্রজন্ম গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ টাঙ্গাইল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে 'মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ ও দুর্নীতি প্রতিরোধে করণীয়' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
জেলা প্রশাসক খান মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারি, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের অনুপম শাহজাহান জয়, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম। কর্মশালায় বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার