ঠাকুরগাঁওয়ে ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০১৭ টায়ার-২ এর উদ্বোধন হয়েছে। ঠাকুরগাঁও জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনায় জেলার শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে আজ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি দিপক কুমার রায়, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মনিরুল হুদা হেলাল, কোষাধক্ষ হাবিব উলুব্বী, কার্যকরী সদস্য প্রবির গুপ্ত, মাসুদ রানা, মুস্তাফিরুজ্জামান, প্রমুখ।
উল্লেখ যে, এই প্রতিযোগিতায় ঠাকুরগাঁওয়ে বগুড়া, মেহেরপুর, লালমুনির হাট কুড়িগ্রাম সহ মোট ৪ টি দল অংশগ্রহণ করে। অন্যদিকে ঠাকুরগাঁও জেলা ক্রিকেট দল সাতক্ষীরায় জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টায়ার-১ এ অংশগ্রহণ করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার