লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন।
সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার মান্দারী বাজারে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় গ্রীণ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক আলাউদ্দিনের জম্মদিন পালন করছিল তার অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় দলীয় কোন্দলের জের ধরে জম্মদিনের কেক কাটা অনুষ্ঠানে একই কমিটির যুগ্ম আহবায়ক আবু তালেব ও তার সমর্থকরা বাধা দেয়। এতে দু'পক্ষের মধ্যে দফায় দফায় লাঠি সোটা হাতে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী নিজাম ও ছাত্রলীগ কর্মী সম্রাট, সজিব হাসান তাসকিন ও বাজার ব্যাবসায়ী আব্দুস সাত্তারসহ ৫জন আহত হন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন