নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বৃদ্ধ চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল মিয়া (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত আমিনুলকে আটক করেছে পুলিশ।
নিহত সোনা মিয়া (৭৫) ওই এলাকার মৃত সাহবুদ্দিন মিয়ার ছেলে। আর আটক আমিনুল নিহত সোনা মিয়ার ছোট ভাই এমদাদুল হকের ছেলে।
ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনা নিয়ে চাচা সোনা মিয়ার সঙ্গে ভাতিজা আমিনুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা ঘর থেকে মাটি কাটার কোদালের হাতল দিয়ে চাচা সোনা মিয়াকে পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা আহত সোনা মিয়াকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এসআই আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় ভাতিজা আমিনুল মিয়াকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/এনায়েত করিম