ঝিনাইদহ জেলার শৈলকুপায় অর্ধদিবস হরতাল চলছে বিএনপির। দুর্নীতির দায়ে বিএনপি নেতা আব্দুল ওয়াহাবের কারাদণ্ডের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।
মঙ্গলবার ভোর থেকে শুরু হয়ে বেলা ১২ টা পর্যন্ত এ কর্মসূচি চলবে।তবে হরতালের মধ্যেই চলছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের যানবাহন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, উপজেলায় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে দুর্নীতির দায়ে সোমবার ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা আব্দুল ওহাবকে আট বছরের কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন আদালত। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার শৈলকুপা উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দেয় উপজেলা বিএনপি।
বিডিপ্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৭/ ই জাহান