সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্রসহ চারজন নিহত হয়েছেন। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে সোমবার ও মঙ্গলবার পৃথক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে দুই কলেজছাত্র মোটরসাইকেলযোগে সাভার থানা স্ট্যান্ড থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজামোড় এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মহাসড়কের উপর পড়ে যান। এসময় পেছন থেকে আসা একটি তেলবাহী ট্রাক তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে উদ্ধার গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর অ্যাপালো হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।
নিহতরা হলেন- রাজধানীর কাওরোন বাজার এলাকার আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের কম্পিউটার অ্যান্ড সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিফাত আহমেদ প্রান্ত ও ছাত্রলীগ নেতা আহমেদ ফজল নাইম।
এদিকে, মঙ্গলবার সকালে শাহ সিমেন্টের দুটি ট্রাক নিয়ে চালকরা ঢাকার উদ্দেশে রওনা দেয়। ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে রেডিওকলোনি বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে তাদের মধ্যে একজনের ট্রাক নষ্ট হয়ে যায়। এসময় নষ্ট ট্রাকটি বেধে নেওয়ার উদ্দেশ্যে গাড়ি থামিয়ে মহাসড়কের পাশে দাঁড়ালে পেছন থেকে আসা সবজি ভর্তি অপর একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহত চালকরা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কোপালভেড়া গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে সোহান হাওলাদার (২০) ও কুমিল্লা জেলার হাজিগঞ্জ থানার বলিয়ারাজাপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মিয়া (২১)। তারা দুজনই শাহ সিমেন্ট কোম্পানির গাড়ি চালক ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/এ মজুমদার/এনায়েত করিম