ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার সকালে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এই অভিযান চালায় র্যাব। এসময় দুজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, আটক দুজন কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ফেনসিডিলগুলো কিনে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছিল।
আটক দু'জন হলেন- মজিব (৩০) ও হুমায়ন (৪৭)।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ