গাজীপুরের কাপাসিয়ায় এক ওয়ার্কশপ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালতের বিচারক এ কে এম এনামুল হক। এছাড়াও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সকালে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন।
নিহত ওয়ার্কশপ মিস্ত্রি উজ্জল চন্দ্র মনিদাস (২৪) কাপাসিয়া উপজেলার তরগাঁও ঋষিপাড়া এলাকার শ্রী অর্জুন চন্দ্র মনি দাসের ছেলে। দণ্ডপ্রাপ্তরা হলো- গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ঋষিপাড়া এলাকার স্বপন চন্দ্র মনিদাসের ছেলে সঞ্জীবন চন্দ্র মনিদাস (২৩) এবং তরগাঁও মধ্যপাড়া এলাকার মোস্তফার ছেলে মো. শাকিল (২০)।
গাজীপুর আদালতের পিপি হারিজ উদ্দীন আহমেদ জানান, ২০১৬ সালের ১৭ নভেম্বর রাতে উজ্জলকে স্থানীয় শ্বশানঘাট ডেকে নিয়ে শাকিল ও সঞ্জীবন চন্দ্র মনিদাস। পরে উজ্জল চন্দ্র মনিদাসকে গলাকেটে হত্যা করে মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়। ঘটনার দু’দিন পর ১৯ নভেম্বর শীতলক্ষ্যা নদী থেকে উজ্জল চন্দ্র মনিদাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপরে নিহতের ভাই উত্তম চন্দ্র মনিদাস বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে আদালত আজ সকালে শুনানি শেষে এ রায় দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার