লক্ষ্মীপুরে উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বন গবেষণা ইনষ্টিটিউট (বিএফআরআই) কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিএফআরআই এর চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হোমায়রা বেগম।
অন্যান্যের মধ্যে আরো ছিলেন, লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সফি উদ্দিন, বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজি বিশ্বাস, ড. মো. মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান। কর্মশালায় উদ্ভাবিত প্রযুক্তির মধ্যে কঞ্চিকলম পদ্ধতিতে বাঁশ চাষ, টিস্যু কালচার পদ্ধতি, মাতৃবৃক্ষ নির্বাচন, মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষন, সৌর চুল্লির মাধ্যমে কাঠ শুষ্ককরন প্রযুক্তি উপস্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার