ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ওহাবের বিরুদ্ধে কারাদণ্ডের প্রতিবাদে শৈলকুপায় বিএনপির ডাকে আজ মঙ্গলবার অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। তবে হরতাল ডাকলেও মাঠে ছিল না দলটির নেতা-কর্মীরা।
সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতালে শহর ও এলাকায় জনজীবন স্বাভাবিক ছিল। সড়ক-মহাসড়কে যান চলাচলও ছিল স্বাভাবিক। এমনকি বেলা বাড়ার সাথে সাথে কর্মজীবী মানুষদের অফিস-আদালতেও যেতে দেখা যায়।
এদিকে হরতালের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা মিছিল বের করে। তবে হরতালে মাঠে দেখা যায়নি বিএনপি ও অঙ্গ-সংগঠনের কোনো নেতা-কর্মীদের। কোন ধরনের মিছিল, পিকেটিংও চোখে পড়েনি।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৭/মাহবুব