চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিয়ালা কলোনি গ্রামের মো. শওকত আলীর ছেলে মো. সোহেল রানা ওরফে সোহেল। মঙ্গলবার ভোরে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সদর উপজেলার পৌরসভা এলাকার আলিনগর গ্রামের আলীনগর উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে সন্দেহভাজন হিসেবে সোহেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশ।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের উপ পরিদর্শক জাহিদ হাসান।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ