ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ কৃষি বিভাগের উদ্যোগে সদর উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র।
এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, নির্বাহী অফিসার আসলাম মোল্লা, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এ সরকার কৃষি বাদ্ধব সরকার, কৃষি ক্ষেত্রে যা যা প্রয়োজন তা প্রদান করা হবে। কৃষককে এখন আর সারের পিছনে ছুটতে হয় না, সার কৃষকের পিছনে ছুটছে। তাই আগামী দিনে এ সরকারের বিকল্প নেই। পরে উপজেলা চত্বরে বিনামূল্যে ৫০জন কৃষককে সার ও বীজ বিতরণ করেন এমপি রমেশ চন্দ্র সে।
বিডি প্রতিদিন/এ মজুমদার