সিলেটে এক প্রবাসীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুনে ভষ্ম হয়েছে ঘরের ৬টি কক্ষ, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র। সোমবার রাতে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের খালোপাড় গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুমন আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।
সুমন আহমদ জানান, অগ্নিকান্ডের সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। ঘরে আগুন লাগার খবর পেয়ে তারা বাড়িতে আসেন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ৪০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও পাউন্ড, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন সুমন। সুমনের দাবি পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়িতে আগুন দেয়া হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দাবি গ্যাসের লাইন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনা পুন:তদন্তের জন্য সুমন আহমদ ফায়ার সার্ভিসের কাছে আবেদন করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার