ছাত্রলীগের দিনাজপুর শাখার নতুন কমিটি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল হয়েছে। নতুন কমিটিতে তানভীর ইসলাম রাহুলকে সভাপতি ও গোলাম ইমতিয়াজ ইনানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় দলীয় কার্যালয় থেকে নতুন কমিটির নেতৃবৃন্দকে নিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাকিবুল ইসলাম মিথুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হারুন-উর-রশিদ রায়হান, সাধারণ সম্পাদক মোঃ গোলাম ইমতিয়াজ ইনান, শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম জুয়েল প্রমুখ।
র্যালিতে অংশগ্রহণ করেন ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর, পার্বতীপুর, খানসামা, চিরিরবন্দর, বীরগঞ্জ, কাহারোল, বিরল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ, সরকারি কলেজ, আদর্শ কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট, কেবিএম কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সভাপতি তানভীর ইসলাম রাহুল, সহ-সভাপতি হারুন-উর-রশিদ রায়হান, সুমিত শীল, সাধারণ সম্পাদক মোঃ গোলাম ইমতিয়াজ ইনান, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত রায়হান লিমন ও মোঃ মাসুম শাহ এবং ও রাকিবুল ইসলাম মিথুন ও একেএম মনিরুজ্জামান সৌরভকে কেন্দ্রীয় কমিটির সদস্য করে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল