নেত্রকোনায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে ইউপি সদস্যের মারধরের শিকার হয়ে বিষ খেয়ে কিশোরীর আত্মহত্যার অভিযোগে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ইউপি সদস্য ডেন্ডু মিয়াকে আসামি করে কিশোরীর মা মঞ্জুরা খাতুন বাদী হয়ে আজ মামলাটি দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত ইউপি সদস্য পলাতক রয়েছেন। সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের নাটেরকোনা গ্রামে গত সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে।
কিশোরীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মৌগাতি ইউপি সদস্য আব্দুল হামিদ ডেন্ডু নাটেরকোনা গ্রামের কিশোরী আফসানার বাবা জয়নাল উদ্দিনের কাছ থেকে নির্বাচনের সময় টাকা ধার নেয়। এ টাকা চাইতে গেলে প্রয়শই তাদেরকে মারধর করে। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাতে ডেন্ডুু মেম্বারের কাছে টাকা চাইতে গেলে মেম্বার কিশোরী ও তার মাকে রান্নার চেলি দিয়ে আঘাত করে। এ ঘটনায় কিশোরী আফসানা ক্ষোভে সোমবার সকালের দিকে একই গ্রামে নানার বাড়ি চলে যায়। সেখানে নানা বসত ঘরে পোকা দমনের বিষ খেয়ে ফেলে। দুপুরের পর বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনায় অভিযুক্ত আসামি ইউপির স্ত্রী জহুরা আক্তার মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করতেই প্রেমের জন্য কিশোরী আফসানার আত্মহত্যা হয়েছে বলে প্রচারণা চালাচ্ছেন। মামলা ভিন্ন খাতে প্রবাহিত এবং টাকা না দেয়ার জন্য আমার মেয়ের বিরুদ্ধে প্রেমের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ কিশোরীর মা মঞ্জুরা খাতুনের।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি আমীর তৈমুর ইলী বলেন, থানায় মামলা নেয়া হয়েছে। এখনো পর্যন্ত আসামিকে পাওয়া যায়নি, পালিয়ে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার