মাদারীপুরের শিবচরে অটোরিক্সা চাপায় নজরুল (৮) নামের এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার শিবচর উপজেলার চরশ্যামাইল এলাকায় এ ঘটনা ঘটে। নজরুল ওই এলাকার মো. বিশাই মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দুপুরে মাদরাসায় যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল নজরুল। এসময় একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
বিডি প্রতিদিন/৩১ অক্টোবর ২০১৭/হিমেল