ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরি ইউনিয়নের জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার ভেঙ্গে দোকানঘর নির্মাণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, জাঠিভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের আহবায়ক কমিটির সভাপতি ক্ষমতাশীল দলের নেতা হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে যোগশাজস করে কিছুদিন আগে টেন্ডার ছাড়াই প্রতিষ্ঠানের ২০-২৫ টি গাছ কর্তন করেন। পরে কৌশলে স্কুলের প্রাচীরের ভেতর দিয়ে প্রায় ২০টি দোকানঘর নির্মাণে কাজ শুরু করেন।
শনিবার সকালে বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনার ও প্রাচীর ভেঙ্গে বাহির পাশে ওইসব দোকানের কাজ করতে গেলে স্থানীয়দের তোপের মুখে পরে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে স্থানীয় লোকজনের সাথে স্কুল কমিটি ও প্রধান শিক্ষকের মধ্যে বাকবিতন্ডা হয়।
পরে স্থানীয় লোকজন ও অভিভাবক সদস্যরা মৌখিকভাবে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্কুলের অভিভাবকদের মধ্যে অনেকে জানান, আমরা ভাবতে পারছি না পুরোনো একটি শহীদ মিনার ভেঙ্গে কি করে দোকানঘর নির্মাণ করেন। শধু তাই নয় স্কুলের বেশকিছু গাছ কর্তন করা হয়। সেই টাকা প্রতিষ্ঠানে জমা হয়েছে কিনা সন্দেহ রয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে স্কুলের আহবায়ক কমিটির সভাপতি সুধীর চন্দ্র জানান, বিদ্যালয়ের উন্নয়নের জন্যই দোকানঘর নির্মাণ করা হচ্ছে। তবে শহীদ মিনারটি ভাঙ্গার বিষয়টি এড়িয়ে যান তিনি। আর ওই ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমানের সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
সদর উপজেলার নির্বাহী অফিসার আসলাম মোল্লা বলেন, আমি বিষয়টি শুনেছি ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত জানা যাবে। আমি বিষয়টি দেখবো।
বিডিপ্রতিদিন/ ৬ নভেম্বর, ২০১৭/ ই জাহান