নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ট্রাকের কাগজপত্র চেকিংয়ের সময় দ্রুতগতির একটি মিনি ট্রাকের ধাক্কায় আলতাফ হোসেন (৪৫) নামে হাইওয়ে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন।
সোমবার দুপুর একটার দিকে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি বনপাড়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার দুপুরে হাইওয়ে পুলিশ প্রতিদিনের মত মানিকপুর কলাবাগান এলাকায় ট্রাকে কাগজপত্র চেকিং করছিল। এ সময় রাস্তায় দাঁড়িয়ে নাটোর থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাককে থামানোর চেষ্টা করলে ট্রাকটি না থেমে কনস্টেবল আলতাফ হোসেনকে চাপা দিয়ে চলে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নুর তার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন