কুমিল্লায় খোরশেদ আলম (৪৫) নামের এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। আর ওই প্রবাসীর লাশের সন্ধান লাভের খবর পেয়ে লাপাত্তা হয়ে গেছেন নিহতের স্ত্রী।
জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট ইউনিয়নের ছুপুয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে মঙ্গলবার ভোরে মাটিতে পুতে রাখা অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, প্রবাস ফেরত ও ২ কন্যা সন্তানের জনক খোরশেদ আলম গত ৫ দিন ধরে নিখোঁজ ছিলেন। মৃতদেহের সন্ধান লাভের খবর পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েছে নিহতের স্ত্রী।
নাঙ্গলকোট থানার ওসি মো: আইয়ুব জানান, মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
বিডি প্রতিদিন/ ৭ নভেম্বর, ২০১৭/ ই জাহান