চট্টগ্রামে বাঁশখালীতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে হামিদা বেগম (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন হামিদা বেগমের মেয়েও। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম হামিদা বেগম (২৮)। তার স্বামীর নাম আবু তৈয়ব। তিনি দেশের বাইরে থাকেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাড়িতে আগুন লেগেছে। মা ও মেয়ে ঘুমন্ত থাকার সময় আগুন লাগে।’
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন