গাজীপুরে বহুল আলোচিত শিশু ধর্ষণ মামলায় কলেজ শিক্ষক ও পেওরাইট গ্রামের বাসিন্দা আনোয়ার সাদেক ওরফে জামানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের ঘটনায় একই গ্রামের মোতালিবের পুত্র দুলাল হোসেনকেও (৪২) গ্রেফতার করা হয়েছে। এই দুই জন ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিলেন।
এলাকাবাসী ও পুলিশ জানান, গত ১৭ অক্টোবর কাপাসিয়ার পেওরাইট গ্রামের ইউনুস আলীর পুত্র শরীফ (২০) পাশের বাড়ির তিন বছরের এক শিশু কন্যাকে পার্শ্ববর্তী লোকমান হেকিমের নির্মাণাধীন বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুর মাসহ এলাকাবাসী চিৎকার শুনে এগিয়ে আসলে শরীফ পালিয়ে যায়। শিশুটি এখনো চিকিৎসাধীন।
গ্রেফতারকৃত আসামীরাসহ আরো কয়েকজন ঘটনাটি ধামাচাপা দিয়ে আপোষ-মিমাংসার চেষ্টার করে। শিশুর বাবাকে থানায় যেতে বাধা দেয় বলেও অভিযোগ রযেছে। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি জানাজানি হলে ৪ নভেম্বর কাপাসিয়া থানায় মামলা হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক।গ্রেফতারকৃতরাসহ আরো কয়েকজন এই ঘটনাটি ধামাচাপা দিয়ে শিশুর পিতাকে চাপ দিয়ে আপোষ মিমাংসা করার চেষ্টা করে আইন অমান্য করেছে। আমি ঘটনা জানার সাথে সাথে আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালাই। মূল আসামীসহ অন্যদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৭/ফারজানা